

মোঃ আবু হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক :
আজ ১১ ই ডিসেম্বর রোজ সোমবার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির Deutsche Gesellschaft fur International Zusammenarbeit (GIZ) এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সমঝোতা স্মারক চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং জিআইজেড- এর পক্ষে ক্লাস্টার কোঅর্ডিনেটর ভার্নার লং স্বাক্ষর করেন। এই চুক্তির ফোকাল পয়েন্ট হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেন দায়িত্ব পালন করবেন।
ড. মোঃ সাখাওয়াত হোসেন জানান, এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ দ্বি-পাক্ষিক শিক্ষা, গবেষণা,ু সেমিনার ইত্যাদি কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। তিনি আরো জানান, এ চুক্তির ফলে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে পরিবেশ ও পেশাগত স্বাস্থ্য বিষয়ে গবেষণা-প্রশিক্ষণের সক্ষমতা বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০