নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন রমজান মাস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে "কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা-২০২১।"
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় আগামী ৩০ এপ্রিল (শুক্রবার, ১৭ রমজান) অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন ।
প্রতিযোগিতার সিলেবাস:
৮৫ তম সূরা থেকে ১১৪ তম সূরা পর্যন্ত অনুবাদ ও শিক্ষা।
সময়: সকাল ১০.০০-১০.৫০।
নিয়মাবলী: সর্বমোট ৫০ নম্বরের পরীক্ষা হবে।
১. বহুনির্বাচনী প্রশ্ন- ৩০ টি (পূর্ণমান ১)
২. শূন্যস্থান পূরন - ০৫ টি (পূর্ণমান ২)
৩. সংক্ষিপ্ত প্রশ্ন - ০৫ টি (পূর্ণমান ২)
পুরস্কার:
১ম পুরস্কার: ৫০০০ টাকা + ১০০০ টাকা সমমূল্যের ইসলামী বই।
২য় পুরস্কার: ৩০০০ টাকা + ১০০০ টাকা সমমূল্যের ইসলামী বই।
৩য় পুরস্কার: ২০০০ টাকা + ১০০০ টাকা সমমূল্যের ইসলামী বই।
৪র্থ থেকে ১০ম পুরস্কার: ১০০০ টাকা সমমূল্যের ইসলামী বই।
রেজিস্ট্রেশনের সময়সীমা:
০২ এপ্রিল,২০২১ থেকে ২৭ এপ্রিল,২০২১।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০