জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ।
আজ এক বিবৃতিতে টিআইবি এর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন ,"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রমে সরাসরি অবৈধ আর্থিক লেনদেন অনিয়ম - দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ দুই নেতাকে অপসারণ একটি ইতিবাচক পদক্ষেপ ছিল । কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিন্তে এই উদ্যোগ যথেষ্ট নয়।তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনে বিচার করা উচিত ছিল । পাশাপাশি উপাচার্য ও তার পরিবারের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত স্বার্থে উপাচার্য কে স্বপ্রণোদিত হয়ে নিজ দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান জানান । অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আবার নিজ দায়িত্বে বহাল থাকবেন ।তিনি আরো বলেন , অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না ।অনতিবিলম্বে এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের জন্য আহ্বান জানান তিনি।
বর্তমান আন্দোলন ও সহিংসতার কারণে ক্যাম্পাস এর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে ।
ড জামান বলেন , ক্যাম্পাসে ছাত্র শিক্ষক সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগের কারণে পরিস্থিতি সহিংস হয়ে উঠসে , যা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কোনভাবেই কাম্য নয় ।তিনি এ ব্যাপারে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত সরকারী সংস্থা গুলোকে নিরপেক্ষ ভূমিকা পালন করা , কোনপ্রকার বলপ্রয়োগ ,অযাচিত হয়রানি ও পক্ষপাতমূলক আচরণ থেক বিরত থাকার আহ্বান জানায় টিআইবি।
সর্বোপরি , উক্ত সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে সরকার ও সরকারী দায়িত্বে নিয়োজিত সকল সংস্থাকে দুর্নীতির অভিযুক্তদের জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০