জাবি প্রতিনিধি :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০ জানুয়ারি, ২০২০ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত হাফ ম্যারাথন (২১.১ কি মি) আয়োজন করতে যাচ্ছে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।
স্থানঃ শহীদ মিনার প্রাঙ্গন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রুটঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
রিপোর্টিং সময়ঃ ভোর ৫:৩০
ম্যারাথন শুরুঃ ভোর ৬:০০
অংশগ্রহণকারীঃ ১৫০ জন
কার্টঅফ টাইমঃ ৩ ঘণ্টা ৩০ মিনিট
রেজিষ্ট্রেশন ফিঃ
শিক্ষক/কর্মকর্তা/সাবেক শিক্ষার্থীঃ ৫০০ টাকা
বর্তমান শিক্ষার্থী/কর্মচারীঃ ২০০ টাকা
অংশগ্রহণকারী যা যা পাবেন :-
(১) জার্সি
(২) হাইড্রেশন। (পানির বোতল সরবরাহ করাতে পরিবেশ নোংরা হওয়ার আশংকা রয়েছে বিধায় অংশগ্রহণকারীকে অবশ্যই নিজ নিজ হাইড্রেশন ইকুইপমেন্ট যেমন, পানির বোতল বা হাইড্রেশন ব্যাগ এর যোগাড় নিজেকেই করতে হবে। পর্যাপ্ত পরিমাণ রিফিল এর ব্যবস্থা থাকবে । প্রতি ২.৫ কি. মি পর পর হাইড্রেশন পয়েন্ট থাকবে।
(৩)মেডিকেল সাপোর্ট।
(৪)নাস্তা ১ বেলা।
(৫)ফিনিশিং মেডেল।
(৬)সার্টিফিকেট
রেজিস্ট্রেশন শুরুঃ ৩ জানুয়ারি ২০২০
রেজিস্ট্রেশন এর শেষ সময়ঃ ৫ জানুয়ারি ২০২০
রেজিস্ট্রেশন করতে নীচে ক্লিক করুন
বঙ্গবন্ধু হাফ ম্যারাথন (আবেদন ফরম)