নিজস্ব প্রতিবেদক ঃ
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA/ইচ্ছা আজ ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ক্যাম্পাসের অর্ধ-শতাধিক রিকশাচালকদের মাঝে ফ্রি ইফতার বিতরণ করেছে।
এসময় ইচ্ছা’র সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস ৪৫ ব্যাচ) বলেন, সমাজে খেটে খাওয়া মানুষদের পাশে আমরা সামাজিক সংগঠন ইচ্ছা থেকে ক্যাম্পাসের রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করেছি।
জাবিয়ান বড় ভাই আপু ও নন জাবিয়ান সহ যারা আমাদের ফান্ডে টাকা, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ । আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন । আমাদের ইফতার কার্যক্রম চলমান রয়েছে । আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।
সাধারণ সম্পাদক স্বপ্নীল সাগর (ইংরেজি ৪৭ ব্যাচ) বলেন, রমজান মাসে ক্ষুদ্র আয়ের মানুষদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদেরকে যারা ফান্ড দিয়ে সহযোগিতা করতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।
সহ অর্থ সম্পাদক মোঃ শাহ আলম (দর্শন ৪৮ ব্যাচ) বলেন, ইচ্ছা'র কাজগুলো বরাবরই প্রশংসার দাবি রাখে। বিগত বছরের ন্যায় এবছরেও রমজানে ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।ক্যাম্পাসের রিকশা চালকদের কায়িকশ্রমের কথা বিবেচনা করে ইফতার সামগ্রীর মধ্যে ভিন্নতা আনা হয়েছে। আমরা আশা রাখতেই পারি পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে।
এসময় ইচ্ছা’র মডারেটর ও প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জুবায়ের আহমেদ রিফাত, দপ্তর সম্পাদক ইমন, অর্থ সম্পাদক তানজিদ বিশ্বাস রিচ, জাকিয়া সুলতানা পিংকি, অনুষ্ঠান সমন্বয় সম্পাদক শাহজালাল আহমেদ আকাশ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,
সদস্য সাদিয়াতুল মুনা, জাবি শিক্ষার্থী মোঃ সাব্বির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিঃদ্রঃ এই রমজান মাসে ইচ্ছা'র গরিব দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে।
ইচ্ছা’র কার্যক্রমকে সহযোগীতা করতে আর্থিক সহযোগীতা করুন।
ফান্ড পাঠাতে –
বিকাশ/নগদ/রকেট পার্সোনাল - 01786052368
(এস এন সোহেল রানা-সভাপতি, ইচ্ছা)
বিকাশ পার্সোনাল- 01794572650
(স্বপ্নীল সাগর- সাধারণ সম্পাদক, ইচ্ছা)
রকেট পার্সোনাল- 019576529579
(রিচ-অর্থ সম্পাদক, ইচ্ছা)
-
উল্লেখ্য, ইচ্ছা গত ২০১৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে নানাবিধ সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে। গত বছর দুই দফায় ক্যাম্পাসে ২শতাধিক মানুষের মাঝে ইফতার, অর্ধ-শতাধিক পরিবারের মাঝে ১০দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০