নিজস্ব প্রতিবেদক
জাতীয় স্টীম অলিম্পিয়াডে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মোঃ আবু ইউসুফ সিয়াম এবং মোঃ রাশেদুল আলম।
শনিবার (৬ জুলাই ২০২৪) এ কুইজ সেগমেন্ট এবং প্রজেক্ট প্রদর্শনী সেগমেন্টি অনুষ্ঠিত হয়
মোঃ আবু ইউসুফ সিয়াম এবং মোঃ রাশেদুল আলম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ।
তাঁরা কুইজ সেগমেন্ট এবং প্রজেক্ট প্রদর্শনী সেগমেন্টে বিজয়ী হয়। অলিম্পিয়াডের আয়োজনে ছিল আইটেসেরেক্ট এবং সহযোগিতায় ছিল শিক্ষা মন্ত্রনালয়। প্রত্যন্ত অঞ্চলসহ সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্কুল হতে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ড. দীপু মনি, এমপি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়গণ, এবং ইউজিসির কর্মকর্তাগণ।
সিএসই বিভাগের অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, অনেক সীমাবদ্ধতার মাঝেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আমরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছি। এই কৃতিত্ব সম্পুর্নভাবেই আমাদের মেধাবী এবং অসম্ভব পরিশ্রমী ছাত্রছাত্রীদের।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০