ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

জাতীয় ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম, টঙ্গী

জাতীয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, উত্তরা, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে অনুষ্ঠিত এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতায় তারা ফাইনালে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা-কে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করে।

জাতীয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতায় এবারের আলোচিত বিষয় ছিল:”ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিলো।”

ফাইনাল পর্বে সরকার দল ও বিরোধী দলের ভূমিকায় থাকা বিতার্কিকরা তাদের যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। কঠোর যুক্তির লড়াইয়ের পর বিচারকদের রায়ে বিজয়ী হয় তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তিনি বলেন,”এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাধারা ও যুক্তিবাদী মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের বিতার্কিকরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তচিন্তা, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন,”জাতীয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে গভীরভাবে চিন্তা করতে শেখায়। আমরা চাই শিক্ষার্থীরা সঠিক যুক্তি ও তথ্যের মাধ্যমে তাদের মতামত উপস্থাপন করুক এবং যুক্তিবাদী সমাজ গঠনে ভূমিকা রাখুক।”

চ্যাম্পিয়ন হওয়ার পর তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার বিতার্কিকরা জানান,
“এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত। কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ফলেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। ভবিষ্যতে আমরা আরও বড় মঞ্চে আমাদের যুক্তির শক্তি দেখাতে চাই।”

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতার্কিকদের উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে এবং তারা সার্বিক আয়োজনের প্রশংসা করেন।

এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজকরা।

আরও পড়ুন

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট