-মোসাঃ তানজিলা, ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের(জাকসু) অনিশ্চয়তা ও ষড়যন্ত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ।
টানা ৩৩ বছর পর জাকসু নির্বাচন হয়েছে। গতকাল(১১ সেপ্টেম্বর) নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হলেও একদিন পরবর্তী সময়েও সম্পূর্ণ ফলাফল প্রকাশে ব্যর্থ প্রশাসন।
তাই প্রশাসনের সামগ্রিক অনিয়মের ব্যাপারে ভিপি প্রার্থী আরিফ বলেন,জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনও চলছে। প্রশাসন যেকোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন যে, আপনারা সকলে সিনেট ভবনে জমায়েত হোন। আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে।ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা-ও নড়বেন না।
তিনি সবাইকে একজোট হয়ে এই ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন,জাকসু বানচালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে ইনশাআল্লাহ।