নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন তৌকির আহমেদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজু আহমেদ।
আজ (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইভান তাহসীব এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য পঙ্কজনাথ সূর্য।
সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশের প্রয়োজনীয়তা ও ছাত্র আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় নেতা পঙ্কজনাথ সূর্য বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ছাত্র রাজনীতির আদর্শিক ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নতুন কমিটির সদস্যরা হলেন— খাদিজা তুল কুবরা, জুনায়েদ ইসলাম, দীপঙ্কর রায়, খিজির আল সিফাত, নাজিব মাহমুদ ও জাহিদ হাসান।
সংগঠনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত রেখেছে বলে জানান নেতারা। তারা বলেন, হল রক্ষার আন্দোলন, উন্নয়ন ফি বাতিল, ২৭/৪ ধারা বাতিল, খাদিজাতুল কুবরার মুক্তি এবং অবন্তিকা হত্যার বিচারের দাবিতে তারা সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও শিক্ষার অধিকার ও গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য কাজ করে যাবে।