বার্তা ডেস্কঃ চাকসু-২৫ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন নুজহাত জাহান। তিনি তার ফেইসবুক পোস্টে লিখেছেনঃ
আসসালামু আলাইকুম, আমি নুজহাত জাহান। আমি বিকেএসপির সাবেক শিক্ষার্থী।আমি জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু। আমি সুইমিং সাউথ এশিয়ান গেমসে গোল্ড পেয়েছি এবং বাংলাদেশের জুনিয়র ও সিনিয়র গেমসে সাঁতারের গোল্ড পেয়েছি। খেলাধুলায় আমার গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনে ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে পদপ্রার্থী হয়েছি। তার কারণ, আমাদের এই বিশ্ববিদ্যালয় ছাত্রীরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরা মেয়েরা প্রতিনিয়ত যে সকল সমস্যার সম্মুখীন হই, আমার পরবর্তী প্রজন্মে যে সকল আপুরা পড়াশোনা করতে আসবে এই বিশ্ববিদ্যালয়ে তারা যেন আর এই সমস্যার সম্মুখীন না হয়। সেই জন্য আমি এই পদটিকে থেকে বেছে নিয়েছি। আমি একজন খেলোয়াড়, আমাদের বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুল থাকা সত্ত্বেও আমরা পর্যাপ্ত সুইমিং প্রশিক্ষণ নেওয়ার জন্য কোন সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা ট্যুরে গিয়েও ঠিকমতো ইনজয় করতে পারি না শুধুমাত্র সুইমিং না জানার কারণে। সেই জন্য আমি সকল আপুদেরকে এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে, আমি যদি নির্বাচিত হই ," সকল আপুকে ফ্রিতে সুইমিং শেখাবো" এবং এর পাশাপাশি আমাদের মেয়েদের যে সমস্যাগুলো রয়েছে। সকল সমস্যাগুলোর সমাধান প্রশাসনের কাছ থেকে সকল আপুদেরকে সাথে নিয়ে আদায় করব। সেই জন্য সবাই ১৫ তারিখ সারাদিন ভোট দিন ব্যালট নং ৫ এ। আপনাদের একটি ভোটেই আসুক পরিবর্তন
ব্যালট নং ৫ ই হোক নির্বাচন।
নুজহাত জাহান
ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক
ব্যালট নাম্বার ৫
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০