চাকসু ২০২৫ এ" স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে "আইন ও মানবাধিকার সম্পাদক "পদপ্রার্থী " তানিয়া আক্তার মাহি'র ইশতেহার ঘোষনা। তিনি ফেইসবুক পোস্টে লিখেনঃ
"সর্বাঙ্গে ব্যাথা, মলম দিব কোথা" চবিতে এতো এতো সমস্যা কিন্তু কার্যকরী সমাধান ০। তাই হয়ত আমরা অনেক বেশি করে চাকসু চাই।।চাই শিক্ষার্থীদের প্রতিনিধি হতে। চাই প্রশাসনকে একটি জবাবদিহিতা মূলক প্রশাসন বানাতে।
অনেক অনেক ইশতেহার, কিন্তু যদি আমরা এইসব ইশতেহার এর ১০% বাস্তবায়ন করতে পারি তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নতুন রুপ পাবে।আগামীর প্রজন্মকে উপহার দিতে পারব একটি যথার্থ পাবলিক বিশ্ববিদ্যালয়।তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চবিয়ানদের ১৫ তারিখ ভোটকেন্দ্রে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের হয়ে কাজ করবে এমন প্রতিনিধিকে সমর্থন। একটি মূল্যবান ভোট, যোগ্য ও শিক্ষার্থীবান্ধব প্রতিনিধিরই হোক এমনটাই প্রত্যাশা মাহির।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০