চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে হেলে পড়া গাছের ধাক্কায় অন্তত বিভিন্ন বিভাগের ২০ শিক্ষার্থী আহত হয়েছেন কয়েকজনের অবস্থা আশংকাজনক।
গতকাল (৭ই সেপ্টেম্বর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসগামী সাড়ে ৮টার শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় আসলে এ ঘটনা সংঘটিত হয়। একইদিন দিনের দিনেও গাছের সাথে আঘাত পেয়ে ৩ শিক্ষার্থী আহত হওয়ার খবর জানা যায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বরাতে জানতে পারি, চৌধুরীহাট এলাকায় রেললাইনের পাশের গাছের ডালপালা ঝুলে ছিল। চৌধুরীহাট ক্রস করার সময় ছাদে থাকা শিক্ষার্থীরা হেলে পড়া গাছের সাথে আঘাতপ্রাপ্ত হন। এতে শিক্ষার্থীরা নানা ভাবে আঘাতপ্রাপ্ত হন। বেশ কয়েকজন চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গেছেন বলেও জানা গেছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা জানিয়েছেন।
আহতদের স্থানীয় ক্লিনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার জেরে ক্যাম্পাস শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে তারা বেশ কিছু পরিবহন ও পুলিশ ফাঁড়িতে হামলা করেন।
মূল ফটকে অবস্থান করে শিক্ষার্থীরা প্রসাশনের নিকট জবাবদিহি কামনা করেন কিন্তু প্রশাসনের কোনো প্রকার অবস্থান ও বিবৃতি না পেয়ে শিক্ষার্থীরা আরো হতাশ হয়ে পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীরা এর প্রতিকার চায়।
এ ঘটনায় আহতদের নাম পরিচয় তৎক্ষনাৎ শনাক্ত করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০