ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বুটেক্স শিক্ষার্থীদের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

তাওহিদুল ইসলাম শিশির , বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

চট্টগ্রামে আওয়ামী মদদপুষ্ট আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারী কর্তিক আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর ) এশার নামাজের পর বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জি.এম.এ.জি ওসমানী হলের মাঠে জড়ো হতে থাকে‌ এবং রাত ১০টায় হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি বুটেক্সের ওসমানী হল থেকে বের হয়ে তেজগাঁও থানা, তিব্বত মোড়, কলোনি বাজারসহ তেজগাঁও শিল্প এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ওসমানী হলে ফিরে আসে।

মিছিলে- “দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, আলিফ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, আমার ভাই মরল কেন জবাব চাই জবাব চাই” সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি করেন এবং ইসকনকে জঙ্গিগোষ্ঠী ও ভারতের দালাল বলে অভিহিত করেন।
তারা আরো বলেন, বুটেক্সসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসকনের কার্যক্রমকে ধ্বংস করে দিতে হবে।

এর আগে চট্টগ্রামে ইসকন নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ