স্টাফ রিপোর্টার :মির্জা নাদিম
নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং সার্বিক আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১০ মার্চ) সকালে কলেজের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচি গাছা চৌরাস্তা হয়ে শেষ হয়। মানববন্ধনটি সকাল ৯:৩০ থেকে ১১:০০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ সময় গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মাজারুল ইসলাম বলেন, “দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। অনলাইনে হয়রানি থেকে শুরু করে ধর্ষণ ও হত্যার মতো অপরাধের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আমরা এ বিচারহীনতার সংস্কৃতির অবসান চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলিফ হোসেন, সহ-সভাপতি রেদোয়ান আজিম ও মো. মারুফ ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রবিন, নয়ন ও মনিরসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
প্রতিবাদ কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিলটি গাছা চৌরাস্তা হয়ে শেষ হয়। নেতৃবৃন্দ জানান, যদি নারীদের প্রতি সহিংসতা বন্ধ না হয় এবং অপরাধীদের দ্রুত বিচার না হয়, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।