
জবি প্রতিনিধিঃ
'৭১ টেলিভিশন-এ' প্রচারিত একটি টকশো 'একাত্তর জার্নালে' বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক ও গবেষক ড. মোঃ জাকির হোসেনকে হেয় প্রতিপন্ন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রতিবাদ জানান৷
বৃহস্পতিবার (১০ নভেম্বর) জবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
'৭১ টেলিভিশন' এ ২ নভেম্বর প্রচারিত একটি টকশো 'একাত্তর জার্নাল' বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক গবেষক ড. মোঃ জাকির হোসেনকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাঁর 'সাইন্টিফিক রিপোর্ট' জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধ নিয়ে আলোচনার এক পর্যায়ে উল্লেখিত টকশো এর উপস্থাপক ও তাঁর অন্য দু'জন সহকর্মী অসৌজন্যমূলক আচরণ করেন।
গবেষণার বিষয়বস্তু বেগুন নিয়ে, উপস্থাপকবৃন্দ গবেষককে তাঁর বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়েই অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন ও আক্রমণাত্মক প্রশ্ন করে তাকে অসম্মানিত করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 'একাত্তর টেলিভিশন'-এর এমন অপেশাদারি কর্মকান্ডে ব্যথিত হয়েছেন । একাত্তর টেলিভিশনের মত একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের এমন ভূমিকায় ভবিষ্যতে বস্তুনিষ্ঠ গবেষণা ও গবেষকদের মুক্তচিন্তা ব্যাহত হবে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শঙ্কা প্রকাশ করছে।
সেই সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এর সাথে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়ছেন৷
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০