কুবি প্রতিনিধি :
শিক্ষার অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়গুলো আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে শিক্ষার পরিবেশ নিয়ে। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ৩০৭ নম্বর কক্ষ থেকে গাঁজা ও ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে হল প্রশাসনের প্রভোস্ট টিম।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ ধরনের বিপজ্জনক ও অপরাধমূলক সামগ্রী মজুদের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় ও অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, হলের সিনিয়র শিক্ষার্থীদের একটি অংশ নিয়মিত র্যাগিং, মাদকসেবনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, “যেখানে বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানের আলো ছড়ানোর কেন্দ্র, সেখানে এখন গড়ে উঠছে গাঁজা ও বুলেটের কারখানা। শিক্ষা নয়,সুশিক্ষাই জাতির মেরুদণ্ড—এখন সেই কথাই যেন অধিক প্রাসঙ্গিক।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং শিগগিরই দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।