কুবি প্রতিনিধি:
আগামী এক বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লালমাই সদর দক্ষিণ থেকে আগত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন লালমাই-সদর দক্ষিণ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন ১৩ তম আবর্তনের আবু রায়হান ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স ১৪ তম আবর্তনের সাইয়েদা সায়মন সুলতানা( মুন)।
বুধবার( ১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উক্ত কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন শহিদুল ইসলাম সুজন, হাসান আল মাহমুদ, পারভেজ হৃদয় ও মোহাম্মদউল্লাহ( তুষার)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন খন্দকার নাজমুল ইসলাম,নাজিউর রহমান, সাকিব হোসাইন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ফাহাদুজ্জামান সাহেদ, কাজী ফাহমিদা কানন, হাসিবুল হাসান, জান্নাতুল ফেরদৌসী, ইসমাইল সজীব। প্রচার সম্পাদক হিসেবে আছেন বিষ্ণু চন্দ্র দাস, দপ্তর সম্পাদক হিসেবে আছেন মাহিন উদ্দীন জিহাদ। অর্থ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আতিকুর রহমান আরিফ। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন কাজী সানজিদা কাকন।
উল্লেখ্য, উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০