ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

কাপাসিয়ার মেয়ে ফারিহা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তনে চারটি স্বর্ণপদক

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ নভেম্বর ২০২২, ১১:২৩ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, (গাজীপুর) থেকেঃ

কাপাসিয়ার আলোকিত মেধাবী মেয়ে ফারিহা তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ৫৩ তম সমাবর্তনে (53rd Convocation, University of Dhaka) চারটি স্বর্ণপদক লাভ করেছেন। তাঁর স্বামী ও সে বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞাব বিভাগের মেধাবী শিক্ষার্থী ফারিহা উচ্চতর গবেষণা কাজে বিদেশ থাকায় তার পক্ষে তার মা নার্গিস আক্তার সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদকগুলো গ্রহণ করেন।

সমাবর্তনে ফারিহা যে সব কৃতিত্বের জন্য স্বর্ণপদক পেয়েছেন তা হলো-

১. ফারিহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোসেন জামান মেমোরিয়াল স্বর্ণপদক ২০১৯ লাভ করেছেন । ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান- এ তিন বিভাগের মধ্যে ২০১৯ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় এ পদক পেয়েছেন ফারিহা।

২. অধ্যাপক ড. মোঃ মোস্তফা চৌধুরী স্বর্ণপদক ২০১৯ ও পেয়েছে ফারিহা । ২০১৯ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের প্রেক্ষিতে এ পদক লাভ করে ।

৩. সে বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক পদক সেলিমা-এমাজউদ্দীন স্বর্ণপদক ২০১৯ লাভেরও গৌরব অর্জন করে । ২০১৯ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের প্রেক্ষিতে সে এ সম্মাননা অর্জন করে ।

৪. জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক ২০১৯ও লাভ করে মেধাবী ছাত্রী ফারিয়া তাবাসসুম । সে ২০১৯ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় এ পদক লাভ করে।

ফারিহার বাবা ঢাকা উত্তর বাড্ডা কামিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মওলানা ড. আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। তাঁর গ্রামের বাড়ি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের ঘাটকুড়ি। বহুল পরিচিত মোল্লা বাড়িতে জন্ম ফারিয়ার।

ফারিহা বাবার প্রতিষ্ঠান উত্তর বাড্ডা কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ৫ম স্থান লাভ করেছিল। সে একই মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করে মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করে।

তাছাড়া সে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে অায়োজিত’ বঙ্গবন্ধু স্কলার বৃত্তি -২০২১ লাভের গৌরব অর্জন করে। সামাজিক বিজ্ঞান অনুষদ ক্যাটাগরিতে সে এ পদক লাভ করে। সারা বাংলাদেশের ১৩ জন মেধাবী ছাত্র বঙ্গবন্ধু স্কলার সনদ লাভ করে। ফরিহা তাবাসসুম বঙ্গবন্ধু স্কলার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলো।

ফারিহার গর্বিত পিতা অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মোল্লা সন্তানের এ কৃতিত্বে দারুণ খুশি। তিনি এ প্রতিবেদকের কাছে মহান আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করে তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।মহান আল্লাহ যেন তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে পরিচালিত করেন। কল্যাণকর জ্ঞান ও দক্ষতা অর্জনের তাওফীক দান করেন এবং তার অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজে লাগাতে পারে।

801 Views

আরও পড়ুন

কক্সবাজারকে নিরাপদ শহর গড়ে তুলা হবে- র‍্যাব সিও কামরুল হাসান

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

সাগরপথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,মানব পাচার চক্রের তিন সদস্য আটক

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থীতা চেয়ে মতবিনিময় সভায় অংশ নিলেন এম এ মালেক খান

শান্তিগঞ্জে সুবিপ্রবি’র স্হায়ী ক্যাম্পাস দ্রত বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

শান্তিগঞ্জে বসত বাড়ী জোর দখলের অভিযোগে পরিদর্শনে মানবাধিকার চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান

ফেনীর ফাজিলপুরে মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগ।

জনগণ জেগে উঠেছে, আসছে ন্যায়-ইনসাফের বাংলাদেশ”—চকরিয়ায় ড. হামিদ আজাদ

আ.লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত : বুলু

মিঠাপুকুরে বিএনপি কর্মী আশিকুর রহমান লিমনের জামায়তে যোগদান

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন