এম.এ ওয়াহিদ :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে একাই আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র খালেদ সাইফুল্লাহ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে হাতে লিখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন তিনি৷
তার হাতে ‘আবরার হত্যার বিচার চাই’ ‘শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করুন’, ‘আমি রাষ্ট্রদ্রোহী নই’, ‘আমিই বাংলাদেশ’, ‘আমাকে মারুন, বাংলাদেশই মরবে’, ‘আবরার তো নেই, আমিও না হয় গুম হব’, ‘ ও ‘আমি আমার বাকস্বাধীনতা চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
এ বিষয়ে খালেদ সাইফুল্লাহ জানান, আমি আমার নিজের দায়িত্বশীল অবস্থান থেকে এখানে প্রতিবাদ জানাতে বসেছি। একজন ছাত্র হিসেবে আমি মনে করছি আমার প্রতিবাদ করা উচিত।
এ হত্যার বিচার দাবি করছি। যেভাবে আবরারকে হত্যা করা হয়েছে তা একজন মানুষের পক্ষে করা সম্ভব না।