মো:জাবেদুল আনোয়ার
স্টাফ রিপোর্টার কক্সবাজার।
উৎসবমুখর এবং প্রাণবন্ত পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রামু সরকারি কলেজ কর্তৃক আয়োজিত “প্রকাশনা উৎসব ২০২৫”।
৩দিনব্যাপী প্রকাশনা উৎসব বুধবার(২৫শে ফেব্রুয়ারি) শুরু হয়ে শেষ হবে (২৭শে ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রামু সরকারি কলেজ মাঠে এ প্রকাশনা উৎসব চলবে। সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে সবার ভীড় এবং দুপুরের মধ্যেই প্রকাশনা স্টলের অধিকাংশ পণ্য স্টক আউট হয়ে যায়।
প্রকাশনা উৎসবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পাবলিকেশন থেকে প্রকাশিত বিভিন্ন বই বিশেষ মূল্য ছাড়ে বিক্রয় করা হয়। এরমধ্যে, ছাত্রশিবিরের সংবিধান, কর্মপদ্ধতি, এসো আলোর পথে, আমরা কি চাই কেন চাই কিভাবে চাই, মোরা বড় হতে চাই, বাংলার মুসলমানের ইতিহাস, বিষয়ভিত্তিক আয়াত ও৷ হাদীস সংকলন সহ ৫০ এর অধিক প্রকারের বই ছিল প্রকাশনা উৎসবে।
ইসলামি ছাত্রশিবির রামু উপজেলা সভাপতি নোমান ফারুক সাঈদ বলেন,আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিবিরের কর্মসূচি ও প্রকাশনাসমূহের সাথে পরিচিত করা।
এখানে আমাদের প্রকাশিত ক্যালেন্ডার, ডায়েরি, চাবি রিংসহ সমর্থক, কর্মী ও সাথী সিলেবাসের বইগুলো বিক্রয়ের জন্যে রাখা হয়েছে। শিক্ষার্থীদের এমন উৎসাহজনক অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ্, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তিসহ আরও বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ করা হবে।’
উক্ত প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন সুপ্রতীম বড়ুয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামু সরকারি কলেজ, আব্দুর রহিম নুরী, কক্সবাজার জেলা সভাপতি। মীর মুহাম্মদ আবু তালহা, কক্সবাজার জেলা সেক্রেটারি, আবু নাঈম মুহাম্মদ হারুন, রামু উপজেলা সেক্রেটারি জামায়াতে ইসলামী, আল মোস্তাফা, সেক্রেটারি রামু উপজেলা ছাত্রশিবির, রেজাউল করিম সজিব, রামু সরকারি কলেজ সভাপতি, মাঈন উদ্দিন রামু সরকারি কলেজ সেক্রেটারি সহ নেতৃবৃন্দ।
তবে আয়োজকরা বলেন উৎসব শেষ হওয়ার আগেই বই স্টকআউট হয়ে যাওয়ার আগে সকলের প্রতি অনুরোধ ও পরামর্শ দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাস প্রাঙ্গনে প্রকাশনা উৎসবে গিয়ে আপনার পছন্দের বই সংগ্রহ করার।