জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সোশ্যাল ওয়ার্ক এলামনাই এসোসিয়েশনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমদাদুল হকের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রবিবার (২০ নভেম্বর) সোশ্যাল ওয়ার্ক এলামনাই এসোসিয়েশনের বর্তমান সভাপতি এস এম সোহেল এবং সাধারণ সম্পাদক শেখ ফয়সাল হোসেনের নেতৃত্বে অন্যান্য সদস্যরা পুর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। এসময় উপাচার্য তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
উপাচার্য ড. ইমদাদুল হক তাদেরকে বলেন, সমাজকর্মের সাবেক যে ছাত্ররা রয়েছে তাদেরকে এক হয়ে নতুন ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে। এছাড়া একটি ফান্ড গঠন করে যারা দুস্থ শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাহায্য করা, লাইব্রেরি তৈরীসহ বিভাগে যেসব বেকার যুবক রয়েছে তাদের চাকরি পেতে সহায়তা করা যেতে পারে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর জবির সমাজকর্ম বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উপলক্ষে সারাদেশ থেকে সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা ক্যাম্পাসে সমবেত হন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০