ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির ২০১৩-২৪ অর্থবছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী সরকার মোঃ মিলাদুজ্জামান মেরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী রায়হান বিশ্বাস।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তালুকদার মোঃ সোলায়মান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক উম্মে আসরাতাম তাজরিন, কোষাধ্যক্ষ তন্ময় ঘোষ, দপ্তর সম্পাদক সাকিলা শারমিন, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাওয়ানা শামিম, মিডিয়া ও জনসংযোগ বিষয়ক সম্পাদক মহিমা বিশ্বাস, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিদ উল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোয়াব্বেজ রহমান জিম, সহ-কোষাধ্যক্ষ নাজমুল করিম অর্ণব, সহ-দপ্তর সম্পাদক সুমাইয়া ধীনা, সহ মিডিয়া ও জনসংযোগ সম্পাদক সোলায়মান হোসেন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকাশ সিকদার।
এছাড়াও কমিটির প্রধান মডারেটর হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল এবং কার্যকরী মডারেটর হিসেবে অধ্যাপক ড. রেহানা পারভীন মনোনীত হয়েছেন।