
মোসাঃতানজিলা, (নিউজ ভিশন) ঢাকাঃ
আজ ১৬ই ডিসেম্বর। বাংলাদেশের মহান বিজয় দিবস। এ দিনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে লেগে থাকে নানা উৎসব-আমেজ,নানা আয়োজন। তেমনি রাজধানীর স্বনামধন্য ইডেন মহিলা কলেজে প্রতিবার এইদিনে থাকে আনন্দ উল্লাসে ভরপুর।
বিজয় মেলা ও পিঠা উৎসবের ধারাবাহিকতা ছিলো অনেক বছর ধরেই। কিন্তু এবার তার ব্যতিক্রম।
নেই কোনো আয়োজন কিংবা উৎসবের ছোঁয়া।
হটাৎ কেন এই পরিবর্তন, কি কারণে এবার তা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইডেনিয়ানরা।
এ বিষয়ে তানিয়া আক্তার দীপা বলেন, "প্রতিবছর বিজয় দিবসে ইডেনে নানা আয়োজনে, পিঠা উৎসবে মুখরিত থাকে। কিন্তু এবার কেন এই আয়োজন হলো না তা আমার জানা নেই। তবে বিষয়টি খুব খারাপ লাগছে যে, প্রতিবছর যেটা হয়ে আসছে এবার তা হলো না কেন।"
সিরাজুম মুনিরা সুহি আক্ষেপ জানিয়ে বলেন," এবার বিজয় মেলা না হওয়ায় মোটেও ভালো লাগছে না।
ইডেনের মতো একটা প্রতিষ্ঠানে বিজয় দিবসের কোনো কর্মসূচি নেই।খুবই দুঃখজনক ঘটনা।"
এ নিয়ে মোকাররমা খাতুন প্রশ্ন তুলে বলেন, বিজয় দিবস উপলক্ষে ইডেন কলেজর তেমন কোন আয়োজন নেই। রঙিন বাতিগুলো আগের বছরের তুলনায় নেই বললেই চলে।ম্যামরা এত বাজেট কি করল? "
শিক্ষার্থীদের এমন নানা প্রশ্ন এবারের বিজয় দিবসে নিয়ে। সার্ধশত বছর পেরিয়ে নারীশিক্ষার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে একটি ধারাবাহিক বিজয়ের সংস্কৃতির প্রতি যত্নশীল না হওয়া কোনোমতেই কাম্য নয় বলে জানিয়েছেন ইডেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০