তাসনীম তামান্না,ঢাবি ;
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে গুনীজন সংবর্ধনা” ইউনেস্কো ক্লাব সম্মাননা -২০২০ ” প্রদান অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনেস্কো ক্লাবের সভাপতি মিজানুর রহমান খান ; সভাপতিত্ব করেন ইউনেস্কো ক্লাব এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. শামসুল মুকতাদির ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিক এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল আবু হেনা মোরশেদ জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের গণমান্য ব্যক্তিবর্গ।
উদেশের ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে তাদের স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য ” ইউনেস্কো ক্লাব সম্মাননা -২০২০ ” প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্মাননা প্রাপ্তরা হলেন : দেশ বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা,দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, সাহিত্যিক ও চিকিৎসক অধ্যাপক ডা.মোহিত কামাল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার।