নিউজ ডেস্ক :
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে লেন, আহত শিক্ষার্থীর পায়ের রগ কাটার মত কোনো চিহ্ন পাওয়া যায়নি।
প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, ভুল বুঝাবুঝি নিয়ে এ ঘটনাটি ঘটেছে। আমি হলের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, রাতের সাড়ে ১১টার পর কিছু শিক্ষার্থী তার রুমে আসে। তার সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাকে মারধর করে। এতে কোনো সংগঠনের কেউ জড়িত ছিল না। যাদের মধ্যে ঘটনাটি ঘটেছে তারা সাধারণ শিক্ষার্থী।
চিকিৎসক জানায়, পায়ের রগ কাটার মত কোন চিহ্ন পাওয়া যায়নি।
‘পায়ে কোন বস্তুর আঘাতে হয়তো থেঁতলে গেছে। তাই একটি স্টিচ (সেলাই) করতে হয়েছে। বর্তমানে তার শারীরক অবস্থা ভালো আছে। তাকে সকাল ১১টায় হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে।’’