জোভান আহমেদ নাইম,নিজস্ব প্রতিবেদক:
আবরার হত্যায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয়।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার পাশেই ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য।
লেখক বলেন, আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মী যদি এই ঘটনায় জড়িত থাকলে বহিস্কার করা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কাছ থেকে সাহায্যে চাইলে আমরা সাহায্য করব। ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ ও সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
নিহত আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজে পড়েন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০