পরিবর্তন
আফসানা ইয়াসমিন আশা
পাতার ওপর জমেছে ধুলো,
সময় এসেছে পরিবর্তনের পাতাগুলো।
নতুন পাতায় ঢেকে গেছে ধরা,
ঝুমুরের তালে নেচে ওঠে বর্ষার ধারা।
নতুন ফুলে ঘুরছে রঙিন প্রজাপতি,
ঝরে যাওয়া ফুল রাখেনি কোনো স্মৃতি।
যে ফুলে প্রজাপতি গেয়েছিল গান,
সময়ের স্রোতে সে-ই ফুল হলো পদতলে অবমান।
যে ফুলের রঙে মুগ্ধ হৃদয়,
প্রিয়তম সাজিয়েছিল প্রেয়সীর কপোলময়।
সে ফুল আজ বইয়ের পাতায় শুষে নেয় আত্মগ্লানি,
মৌমাছিরা প্রতিযোগিতায় খোঁজে মধুর টানি।
তবুও সে ফুলের পাপড়ি পড়ে থাকে অবহেলায়,
গোবরে পোকারও মন টানে না আজ আর তার ধ্বংসাবশেষে।
প্রজন্ম পেরিয়ে চলে প্রকৃতির খেলা,
সৃষ্টির সুরে আজ মিশে গেছে মানুষের হেলা।