জাগো জবিয়ান, জাগো
ফিরে আনো অধিকার,
মুলা ঝুলানো বানী
শুনতে চাই না আর।।
যমুনার বুকে দেখো
ঢাবিরা মেহমান,
টিয়ারশেল বুলেট,লাঠি
রক্তাক্ত জবিয়ান।
জুলাই বিপ্লব কাদের
খাইনি কি মোরা মার?
সংস্কার মোদের কোথায়?
বৈষম্য কেনো বার বার?।।
মোদের বিশ বছরের দাবি,আবাসন
সে তো ন্যায্য অধিকার,
ফেসিস্টের পতন হলেও,
দাবি মিটায়নি সরকার।
জবিয়ান তুমি শোনো,
কত আর লাঞ্ছিত হবা,
বুঝিয়ে নাও অধিকার
দেখিয়ে দাও,তোমার থাবা।
আন্দোলন আর কত?
মানবো না এবার হার,
আসুক যত বাধা,
ভেঙ্গে ফেলো সেই দ্বার।
জাগো জবিয়ান, জাগো
ফিরে আনো অধিকার,
যত শিকল-বেরি,চালাও হাতুড়ি
ভেঙ্গে ফেল দ্বার।
লেখা: একে আজাদ
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়