রাজু আহমেদ,ঢাবিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ ইউনিটের ভর্তিপরিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তীব্র অপেক্ষার অবসানকে ছুটি দিয়ে আগামীকালই প্রকাশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরিক্ষার ফলাফল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ২০১৯-২০ শিক্ষা বর্ষের ভর্তি পরিক্ষার ফলাফল আগামীকাল (২৬ সেপ্টেম্বর) দুপুর ১:০০ টায় প্রকাশ হবে বলে জানা যায়।
আগামীকাল (২৬ সেপ্টেম্বর) গ ইউনিটের ফলাফল ঘোষণার বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার গ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।