

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নতুন করে আরোও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করছেন।
আক্রান্তরা হলেন, হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার রতন কুমার ও তার স্ত্রী সুস্মিতা ও উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভার আকবর হোসেন এবং উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার রাশিদা বেগম, তানজিলা বেগম ও রাশিদুল ইসলাম।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান জানান, আমরা ৩৫টি করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে গত ১৯ তারিখ শনিবারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সোমবার সন্ধ্যায় ৩৫টি নমুনার মধ্যে ৬ জনের করোনা পজিটিভ এসেছে।
হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, পৌর এলাকার জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি অযথা বাহিরে ঘোড়াফেরা করবেন না। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলুন ও সব সময় মাস্ক ব্যবহার করুন।
তিনি আরোও জানান, পৌর এলাকায় দিন দিন করোনা আক্রান্ত বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদের পূর্বের কর্মসূচি চলমান রয়েছে। আমরা জনগণের স্বার্থে আরোও কঠিন পদক্ষেপ গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০