

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে করোনা উপসর্গ নিয়ে সাহেব আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার জাংগই গ্রামে তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।তার ছেলে (৩০) নামের পজিটিভ এসেছে বলে জানিয়েছেন ডা. নাজমুস সাঈদ।
৮ দিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। তবে তার নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। দিনাজপুর জেলা সিভিল সার্জন মো:আব্দুল কুদ্দুস আলী জানান, সাহেব নামের একজন করোনা উপসর্গ নিয়ে আজকে মারা গেছে। তিনি নায়ারনগঞ্জে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ১০ দিন আগে জ্বর,সর্দি, শ্বাসকষ্ট নিয়ে বাসায় আসেন। ৮ দিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়ে ছিলো।
এদিকে একই দিনে করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় করোনা উপসর্গ নিয়ে মৃত সাহেব আলীর ছেলের (৩০) আজ বুধবার তার শরিরে করোনা পজিটিভ এসেছে।
হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে দাফন সম্পুর্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০