নিজস্ব প্রতিবেদক
স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জ এর হট লাইনে ফোন করলেই মিলছে ফ্রি অক্সিজেন। ভোলা পুলিশ সুপার (অতিরিক্ত) আবুল কালাম আজাদ ও বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা ওহাবের উদ্যোগে এই সেবা দেয়া হচ্ছে।
করোনা মহামারির এই সময়ে অনেকেই অক্সিজেনের অভাবে ভুগছেন। হাসপাতাল সহ বরিশালের বিভিন্ন স্থানে লাগানো ফ্রি অক্সিজেন সেবার হটলাইন নাম্বারে(০১৭৫৭১৫১০৭৩) ফোন করলেই বাসায় পৌছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার।
করোনা মাহামারির শুরু থেকেই এই সেবা চালু করা হয়েছে। চাহিদা বাড়ার সাথে সাথে বরিশাল জেলা থেকে শুরু করে এই সেবা এখন দেয়া হচ্ছে বৃহত্তর বরিশাল বিভাগে।
ফ্রি অক্সিজেন সেবা দেয়ার পিছনে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে স্টুডেন্ট অ্যালয়েন্স অব বাবুগঞ্জ এর সদস্যরা। স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জ এর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খালিদ হাসান নাঈম বলেন, এই সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত আছি। যখন যেখানে অক্সিজেন প্রয়োজন, ফোন করা মাত্রই আমরা সেখানে অক্সিজেন পৌঁছে দিচ্ছি।