
সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:
ঘাতক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের সৈয়দ আহমদ(৫৫) সৌদি আরবের রিয়াদের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত সৈয়দ আহমদ লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের (২নং ওয়ার্ড) তৈয়বের পাড়ার আবদুল কুদ্দুস এর ২য় পুত্র। তিনি ৩ সন্তানের জনক।
নিহতের ছোট ভাই এনামুল হক জানান, ৬ জুলাই (সোমবার) বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মিনিটে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই ইন্তেকাল করেছেন। একই এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ ফারুক তাদের পরিবারকে মৃত্যুর খবরটি জানান। এনামুল হক আরো জানান, তিনি এক মাস যাবত অসুস্থ ছিলেন। সর্বশেষ ৩জুলাই তাদেরকে মুঠোফোনে করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ বলে জানান।
পারিবারিক সুত্রে জানা যায় তিনি প্রবাস জীবন অতিবাহিত করেছে প্রায় ২৭/২৮ বছর। রিয়াদের একটি কুলিংকর্ণারে তিনি চাকরি করতেন। চার বছর আগে বাংলাদেশ থেকে যাওয়ার পর ভিসা ও আকামা জটিলতার কারণে দেশে আর আসা হলোনা এই রেমিট্যান্স যোদ্ধার।
সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সৌদি আরবে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জুনাইদ জানান ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আহমদ সৌদি আরবের রিয়াদে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন । বিষয়টি পরিবারের কাছ থেকে অবগত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে সৈয়দ আহমদের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০