
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুতফুল হাসান করোনা আক্রান্ত হয়েছেন। চলমান করোনা পরিস্থিতিতে দুর্যোগ কবলিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। বুধবার সন্ধ্যায় রমেক হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা টেস্টে তাঁর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় বেশকিছু সরকারি কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে আছেন।
জানা গেছে, গত ১৪ জুন সর্দি ও কাশি দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করান ইউএনও। চারদিন আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে আজ (১৭জুন)বুধবার তিনি করোনা আক্রান্ত শনাক্ত হন।
তাঁর সংস্পর্শে আসা অন্যান্য দপ্তরের বেশকিছু কর্মকর্তা ও কর্মচারী হোম কোয়ারেন্টিনে রয়েছে। তাঁদের কয়েক জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ওইসব কর্মকর্তাদের নমুনা পরীক্ষার ফলাফল এখনো আসেনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বলেন, ইউএনও মহোদয়ের করোনা পজিটিভ এসেছে। তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০