
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে নতুন করে ৫ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২০জুলাই) রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার ।
সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা নমুনা পরীক্ষার ফলাফলে ৫ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন করা হয়েছে। এ উপজেলায় নিয়ে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়ালো ১৫ জনে। এ পর্যন্ত উপজেলায় পর্যায়ক্রমে ৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরমধ্যে চিকিৎসায় সুস্থ্য হওয়ায় ২৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। একজন মারা গেছে। বাকী ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০