
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নোভেল করোনা ভাইরাস জয়ী ডাঃ বিশ্বেশ্বর রায় বর্ম্মনকে ফুলেল শুভেচ্ছা, পুষ্টিকর খাবার ও ছারপত্র দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ফুলের শুভেচ্ছা, পুষ্টিকর খাবার ও ছারপত্র দেয়া হয়। ডাঃ বিশ্বেশ্বর রায় বর্ম্মন উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের বিরেন চন্দ্র বর্ম্মনের ছেলে এবং গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এক সময় তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে বেশ সুনামের সাথে কাজ করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জান সরকারের সভাপতিত্বে ফুলের শুভেচ্ছাসহ ছারপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী লুতফুল হাসান, কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ মাইদুল ইসলাম, ডাঃ নাবিলা, ডাঃ সুভ্রাংশু সরকার, ডাঃ মোস্তাকিম মাওয়া সেতু ও ক্যাশিয়ার এরশাদ হক লিটনসহ অনেকে। করোনা জয়ী ডাঃ বিশ্বেশ্বর রায় বম্মর্ন জানান, আমি একজন চিকিৎসক, করোনা আমার হতেই পারে। এ মানষিকতা নিয়েই রোগীদের সেবা দিয়ে আসছিলাম। করোনা জয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, আমার পরিবার, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎক ও উপজেলা প্রশাসনের কথাও ভোলবার মতো নয়। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার জানান, শত ব্যস্ততার মাঝেও ডাঃ বিশ্বেশ্বর রায় বর্ম্মনের সার্বক্ষণিক খোঁজখবর নেই এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও পুষ্টিকর খাবার তার বাড়িতে পাঠিয়ে দেই। ফলে ধীরে ধীরে তিনি করোনা জয় করে সুস্থ হয়ে উঠেন।
উল্লেখ্য, গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে কর্মরত অবস্থায় গত এপ্রিল মাসের ২৫ তারিখে ডাঃ বিশ্বেশ্বর রায় বর্ম্মনের দেহে করোনার নমুনা পাওয়া গেলে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয় তাকে। পরে গত ৯ মে এবং ১২ মে নমুনা পরীক্ষায় নেগেটিভ পাওয়া গেলে তাকে ছারপত্র, ফুলের শুভেচ্ছা ও পুষ্টিকর খাবার দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০