
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারীর বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (নয়াপাড়া) গ্রামে। করোনা উপসর্গ নিয়ে তার স্বামীও হাসপাতালে ভর্তি আছেন।
সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট ও কাশি নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ওই নারী। কিন্তু চিকিৎসার আগেই মারা যান তিনি। গতবৃহষ্পতিবার (১৪ মে) সকালে নারায়ণগঞ্জ থেকে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে স্বামীসহ গ্রামে ফেরেন ওই নারী। প্রথমে যান বাছহাটি (রামগঞ্জ) গ্রামে বাবার বাড়িতে। সেখানে থাকতে না পেরে ফিরে আসেন বামনডাঙ্গার মনমথ গ্রামে স্বামীর বাড়িতে। সেখানে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার জানান, রমেক হাসপাতালে মারা যাওয়া নারীর লাশ নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এর আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০