
সিলেট ব্যুরোঃ
সিলেট বিভাগে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই শনাক্ত হচ্ছেন নতুন নতুন রোগী। আজ সোমবার (১১ মে) সকাল পর্যন্ত সিলেটের চার জেলায় মোট ২৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
গত ৫ মার্চ সিলেট বিভাগে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত দুইমাসে সিলেট বিভাগে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, সিলেট বিভাগে এখন পর্যন্ত ২৮০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৮৫ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৯৫ জন ও মৌলভীবাজারে ৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া এ তথ্য জানান, আজ সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ২৩ জন রোগী সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৭ জন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০