
এম ইউ বাহাদুর,কক্সবাজার :
কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে ।
শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়েছে। বদি করোনা আক্রান্ত হলেও তার স্ত্রী শাহিন আকতার এমপির শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।
তিনি শহরের বেসরকারী চিকিৎসা কেন্দ্র ইউনিয়ন হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ব্যক্তিগত গাড়িতে চিকিৎসার উন্নত সেবার জন্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
আব্দুর রহমান বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন এ প্রতিবেদককে জানান তিনি ঢাকার অবস্থিত দেশের উন্নতমানের বেসরকারী হাসপাতাল স্কয়ারে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে।
বর্তমান সংসদ সদস্য শাহেনা আক্তার এমপি করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ আসলেও (আব্দুর রহমান বদির স্ত্রী) তিনিও জ্বরে ভোগছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০