ডি এইচ মনসুর, চট্টগ্রাম
সন্তানের অনুপস্থিতিতে মধ্যরাতে অক্সিজেন দিয়ে জয়নাল আবেদীন সরকার (৮৫) নামে এক ব্যক্তির জীবন বাঁচিয়েছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ।
গত শুক্রবার (৪ জুন) দিবাগত রাত ১টার দিকে থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মধ্যরাতে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকারের। তার অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। কিন্তু তার সন্তান সরোয়ার আলম সরকার থাকেন ঢাকায়। আবার এত রাতে সব দোকানও বন্ধ। তখনই তিনি ফোন দেন ডবলমুরিং থানায়।
সঙ্গে সঙ্গে পুলিশ অক্সিজেন সিলিন্ডার নিয়ে তার বাসায় চলে যায়। পরে চিকিৎসকের পরামর্শে অক্সিজেন দিলে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘চট্টগ্রাম শহরের সবকটি থানায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে পুলিশ। ফোন করলেই পুলিশ নিজেই বাসায় অক্সিজেন পৌঁছে দেন।
তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত মধ্যরাতে অবসর এক ব্যাংক কর্মকর্তা ফোন দিলে উনার বাসায় অক্সিজেন পৌঁছে দেয়া।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০