
আবির মাহমুদ খবির, স্টাফ রিপোর্টারঃ
শনিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় শিবচরে আরো ১৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টার রিপোর্টে মাদারীপুর জেলার শিবচরে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), হাইওয়ে পুলিশ, ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে।
শিবচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শশাঙ্ক ঘোষ বলেন, শিবচরে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের অবস্থা বিবেচনায় হাসপাতাল ও বাড়িতে কোয়ারেন্টাইন-আইসোলেশনের ব্যবস্থা করা হবে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, শরীরে জ্বর অনুভূত হলে গত ৭ জুন নমুনা দেয়া হয়। পরে শনিবার দুপুরে পাওয়া রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। জ্বর হওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে আছি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০