ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
করোনা সংক্রমনের বৃদ্ধি ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত ২৮ জুন সকাল ৬টা হতে ০১ জুলাই সকাল ৬টা পর্যন্ত দেশ ব্যাপী লকডাউনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চলছে রুহিয়া থানা পুলিশের টহল, মাইকিং ও চেকপোস্টে তল্লাশী।
লকডাউনের প্রথম দিনে রুহিয়ায় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। তবে যানহাহন চলাচল ছিল স্বাভাবিক। ঠাকুরগাঁও এবং পঞ্চগড় দুই জেলা সীমান্তবর্তী হওয়ায় রুহিয়ার শেষ সীমানায় রুহিয়া-আটোয়ারী আঞ্চলিক সড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে জরুরী প্রয়োজন এবং পন্যবাহী গাড়ী ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং বাহির হতেও দেয়া হচ্ছে না। এখানে উল্লেখ্য যে, গত ২৩ জুন ২১ তারিখে ঠাকুরগাঁও জেলাকে ২৪ জুন হতে ৩০ জুন পর্যন্ত ৭ দিনের জন্যে লগডাউন ঘোষণা করা হয়।
এ ব্যপারে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, আমরা রুহিয়া থানা এলাকায় মাইকে প্রচারনা চালিয়ে যাচ্ছি। আমরা চেকপোস্ট বসিয়ে লোকজন ও যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করছি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০