
জাহেদুর রহমান সোহাগ, স্টাফ রিপোর্টার ;চট্টগ্রাম :
রাঙ্গুনিয়া উপজেলা ভূমি কার্যালয়ের আয়া করোনা আক্রান্ত শেলি দাস (৪৬) এর দ্বিতীয় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। একই কার্যালয়ের আরো দুই কর্মচারীর প্রথম বারের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। তাঁরা দুজনে পুরুষ। সোমবার (১১ মে ) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো নমুনায় ২ মে শেলী দাসের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি রাঙ্গুনিয়ার প্রথম করোনা আক্রান্ত নারী। ওই নারীর করোনা পজিটিভ পাওয়ার প্রেক্ষিতে পরদিন ৩ মে ইউএনও, এ্যাসিল্যান্ডসহ ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তাঁদের পরিবারের লোকজনও রয়েছেন। গতকাল রোববার (১০মে) ফলাফলে ছয়জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও এক কর্মকর্তার স্ত্রী ও অন্য কর্মকর্তার শিশু কন্যাসহ আট জনের করোনা পজিটিভ আসে। এই পর্যন্ত রাঙ্গুনিয়ায় ১৩ জনের করোনা পজিটিভ। এর মধ্যে দ্বিতীয় বারের নমুনা পরীক্ষায় একজনের করোনা নেগেটিভ আসে।
স্বাস্থ্য কর্মকর্তা রাজীব পালিত বলেন, নতুন করোনা পজিটিভ আসা দুই ব্যক্তির নমুনা ৫ মে পাঠানো হয়। দ্বিতীয় বারে নমুনা নেগেটিভ আসা নারীর ৪ মে নমুনা সংগ্রহ করা হয়। তাঁর নমুনা আবার পরীক্ষাগারে পাঠানো হবে। করোনা পজিটিভ আসা কারো উপসর্গ নেই। নতুন আক্রান্ত দুইজন বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো.ফখরুল ইসলাম বলেন, করোনা পজিটিভ একজন চট্টগ্রাম শহরে ও অন্যজন রাউজানে থাকেন। তাঁরা নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বর্তমানে মাঠে কাজ করতে হচ্ছে। বিভিন্ন কাজে মানুষের সংস্পর্শে যাওয়ার কারনে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সবার নমুনা পরীক্ষা করানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০