

রাফিউল ইসলাম রাব্বি, স্টাফ রিপোর্টার:
রংপুরে গত ২৪ ঘন্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসিসহ জেলার ১৪ জন, গাইবান্ধা জেলায় ৩ জন, লালমনির হাট একজন ও কুড়িগ্রাম তিনজন আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, আক্রান্তরা হলেন, মমিনপুরে, সিওবাজারে (পুলিশ), মাছুয়াপট্টিতে, কামাল কাছনায়, সরদারপাড়ায়, তাজহাট থানায় (ওসি), ইসলামবাগে, ডিসি অফিসে, শালবনে, মাহিগঞ্জে, নিউ আদর্শপাড়ায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে এবং গংগাচড়া উপজেলায় দুইজন রয়েছেন।
এছাড়াও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় তিনজন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় একজন, কুড়িগ্রাম জেলা সদর একজন ও উলিপুর উপজেলায় দুইজন শনাক্ত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০