রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আজ (১৯ মে) মঙ্গলবার ১৮৮টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবাই রংপুর জেলার।
আক্রান্তদের মধ্যে রয়েছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক (৫২), রংপুর মেট্রোপলিটন পুলিশের ৩ সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ২ আনসার সদস্য, নগরীর সিও বাজারের এক পুরুষ (৫১), মুন্সিপাড়ার এক পুরুষ (৫৪), কামাল কাছনার এক বৃদ্ধ (৬০), নিউ জুম্মাপাড়ার এক বৃদ্ধ (৬২), ইন্দ্রা মোড় এলাকার এক নারী (৫৫), জনতা ব্যাংক কর্পোরেশন শাখায় কর্মরত এক পুরুষ (৩৬), হনুমান তলা ইসলামপুর এলাকার এক বৃদ্ধ (৮০), গুড়াতিপাড়া এলাকার এক নারী (৫০) ও গঙ্গাচড়া কোলকোন্দ ইউনিয়নের এক পুরুষ (৫০)। এছাড়া নগরীর ইন্দ্রা মোড় এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধের (৭০) নমুনা পরীক্ষায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।
রমেকের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।