নিলয় ধর,স্টাফ রিপোর্টার (যশোর)-
যশোর মণিরামপুর( যশোর)অফিস।। মণিরামপুরে নতুন করে ৩ জন করোনায় শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় করোনা শনাক্ত হল ৪৩ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শুভ্রা রানী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
মেডিকেল অফিসার ডা. মোসাব্বিরুল ইসলাম রিফাত জানিয়েছেন, (৬ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৭ জনের নমুনা সংগ্রহের পর সির্ভিল সার্জনের মাধ্যমে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছিলো। বুধবার ৭ জনের মধ্যে ২ জনের করোনা পজেটিভ আসে।
এর মধ্যে উপজেলার খড়িঞ্চি গ্রামের মুহিত (১২) নামে ১ শিশু এবং মোবারকপুর গ্রামের শামীম আল মামুন (২৮) রয়েছে। অন্য দিকে গত রবিবার আম্রাঝুটা গ্রামের শংকর কুমার (৫০) নামে ১ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়েছিলেন। বুধবার তার ফলাফলও পজেটিভ আসে। শংকর কুমার নওয়াপাড়ার আকিজ জুটমিলের ম্যানেজার। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তিন জনের বাড়ি লকডাউন করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এই ৩ জনসহ উপজেলায় মোট আক্রান্ত হলেন ৪৩ জন। এ মধ্যে ২৫ জন সুস্থ হয়েছে।