

জেমস আব্দুর রহিম রানা, যশোর :
যশোরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩০ জন রোগী শনাক্ত হয়েছে।
শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজের ল্যাবে এসব করোনা রোগী শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।
জানা যায়, আজ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৭ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য আসে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টির ল্যাবে যশোরের ১০২টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে এই ভাইরাস পাওয়া যায়।
আর সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ থেকে জানানো হয় যশোরের আরো ১৩টি নমুনা পজেটিভ হয়েছে। এই নিয়ে যশোরে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৭ জনে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০