

জেমস আব্দুর রহিম রানা, যশোর :
কোভিড-১৯ করোনা ভাইরাসে যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৮ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০০জন। আর মৃত্যু হয়েছে একজনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০১জন। গত ১০ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত তিন মাসে জেলার দুই হাজার ৬৪৩ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে দুই হাজার ৩৯৫টি নমুনার। বাকী ২৪৮টি নমুনা পেন্ডিং রয়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহনেওয়াজ জানান, শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ১০০টি নমুনা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। অথ্যাৎ মোট ১৩৫টি নমুনা পরীক্ষা করে ১৮জনের করোনা পজেটিভ ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের মধ্যে যশোর সদর উপজেলার ৩জন, মণিরামপুর উপজেলার একজন, কেশবপুর উপজেলার দুইজন, ঝিকরগাছা উপজেলার দুইজন, চৌগাছা উপজেলার একজন, বাঘারপাড়া উপজেলায় একজন, অভয়নগর উপজেলায় ৬জন রয়েছে। এদের মধ্যে ২৫০শয্যার যশোর জেনারেল হাসপাতালের এমএল এসএস কামরুজ্জামান (৩৯), অপারেশন থিয়েটারে কর্মরত এমএল এসএস নাসির রয়েছেন।
এছাড়া, গত ১০ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬৪৩ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২ হাজার ৩৯৫ জনের রিপোর্ট আসে। পাঠানো নমুনার মধ্যে ২৪৮ টি রিপোর্ট পেন্ডিং রয়েছে বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়। ১৩ জুন যশোর জেলা থেকে ১শ’ ১৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, আমাদের মেডিকেল টিম করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তাছাড়া আক্রান্তদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। ওইসব রোগীর পরিবার ও সংস্পর্শে আসা মানুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০