জেমস আব্দুর রহিম রানা, যশোর:
যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই দুই রোগীর নাম সাদু বিশ্বাস (৩০) ও আশরাফ আলী বিশ্বাস (৫০)।
সাদু বিশ্বাস যশোর শহরতলির নওদাগ্রামের কাইউম বিশ্বাসের ছেলে এবং আশরাফ আলী ঝুমঝুমপুরের মৃত কিসমত আলীর ছেলে। সাদু বিশ্বাস বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। ভর্তির একঘণ্টার পরে তার মৃত্যু হয়। আশরাফ আলী করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয় দুপুর দুইটা ৪০ মিনিটে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহম্মেদ বলেন, ‘মৃত দুইজনের শরীর থেকে করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু করোনা উপসর্গ নিয়ে তারা মারা গেছেন, একারণে স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন করোনা উপসর্গ নিয়ে দূই জনের মৃৃত্যুর সত্যতা নিশ্চিত করেন এবং স্বাস্থ্য বিধি মেনে দুই ব্যাক্তির দাফন করার দিক নির্দেশনা দেওয়া হয়েছে৷