

নিলয় ধর,যশোর :
যশোরে শনিবার(৩১ মে)আরো ৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় মোট ১০৭ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব মিললো। যদিও এদের মধ্যে একজনের বাড়ি মাগুরা জেলায়।
আজ আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ২ জন স্বাস্থ্যকর্মী। এরা হলেন যশোরের সিভিল সার্জন অফিসের ওয়ার্কশপের এক কর্মী; অন্যজন হলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বেচ্ছাসেবী। এর বাইরে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন মাগুরা জেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা এক যুবক (২৬) রয়েছে।
যশোর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানানো হয়েছে , গত (২৮ মে) খুলনায় পাঠানো ৮১টি নমুনা পরীক্ষার ফলাফল এদিন এসে পৌঁছায়। এর মধ্যে ৩ টিকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। ওই ৮১টি নমুনার মধ্যে ১৫টি ফলোআপ ছিল বলে জানিয়েছেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ।
আর আজ যশোর জেলা থেকে নতুন করে ৪৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ১৮টি এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৬টি পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
এই দিকে, যশোর জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুল ইসলাম করোনামুক্ত হয়েছে। তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ছাড়পত্র দিয়েছে সিভিল সার্জন।এ নিয়ে যশোর জেলায় মোট ৬৮ জন করোনামুক্ত হয়েছেন।।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০